ময়মনসিংহে মসিকের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন
নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো,শুধু তথ্য ভান্ডার গড়ব,এই প্রতিপাদ্যে জাজীয় জন্ম- মৃত্যু দিবস উদযাপন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে নগরভবণ শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধনে সকলকে সচেতন হতে হবে। নগরবাসীকে এ বিষয়ে সচেতন করতে মসিকের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও আরো বক্তব্য রাখেন মসিকের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন বিপ্লব, ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন ও ফারজানা ববি কাকলি, মসিকের ৩ নং জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মসিকের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ শফি কামাল, জন্ম-মৃত্যু নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ।
আলোচনা পূর্বে দিবসটি উপলক্ষে একটি র্যালি নগরভবন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন