ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ডেংগু মুক্ত রাখতে চলছে ক্রাশ প্রোগ্রাম
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে চলছে ক্রাশ প্রোগ্রাম।
সিটির ৩৩ টি ওয়ার্ডের ১৪০টি হটস্পটকে বিশেষ গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে। এ কার্যক্রমে সিটি কর্পোরেশন এলাকাকে ৩টি ভাগে ভাগ করে মশকনিধন করা হচ্ছে, যা শেষ হবে আগামী ২৪ অক্টোবর।
গত ১১ অক্টোবর এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। এ সময় মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মশক নিধনে নিয়মিত কার্যক্রের সাথে ক্রাশ প্রোগ্রাম, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতা কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা হচ্ছে।
এছাড়া এডিস মশার লার্ভা সনাক্তকরণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন