যথাযথ মর্যাদায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন
১৬ ডিসম্বের ৫৪ তম মহান বিজয় দিবস, বাঙালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিনটিতে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মনিরুল ইসলাম। পরে জামায়াতে ইসলামী জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত হয়।
এছাড়া শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়।
সবশেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, রক্তদান কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিপ্রতিষ্ঠানে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান ও আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমূখ। এসময় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক/ শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজের উদ্যোগে আলোচনা সভা
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সিটি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হারিরা খানম, সহকারি অধ্যাপক শফিউল আলম, সহযোগী অধ্যাপক আরিফ হোসেন, প্রভাষক আজিম খান, প্রভাষক পবিত্র কুমার মন্ডল প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ইমরুল হোসেন।
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতিক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, চিফ ইন্সট্যাক্টর মাসুম বিল্লাহ, চিফ ইন্সপেক্টর মোঃ হাবিবুল্লাহ গাজী, মোঃ মনজুরুল ইসলাম।
ইন্সট্যাক্টর শ্যামলেন্দু সরকার ও ইন্সট্যাক্টর জগন্নাথ পাল প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর সিদ্দিক আলী।
মহান বিজয় দিবস উপলক্ষে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় এর হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয় এর সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আজিজ।
সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, রনজিৎ কুমার ঘোষ, মফিজুল ইসলাম, মাধবী রানী মন্ডল, কৃষ্ণা চক্রবর্তী, তাহমিনা বিলকিস, আবু সাঈদ, রুস্তম আলী, রেজাউল ইসলাম, মাহমুদুল হক, হুমায়ুন কবির, তাসলিমা খাতুন, রহিমা খাতুন ও কারিমন নেসা প্রমূখ। খেলাধুলা শেষ পুরস্কার বিতরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) চলতি দায়িত্ব ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন।
সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, বাবুল স্বর্ণকার, উযায়ের হোসেন, খোরশেদ আলম, সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন কুমার আইচ শুভ ও শিক্ষক উযায়ের হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক বাবলু স্বর্ণকার।
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক (দিভা) মো. মতিউর রহমান।
শিক্ষক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ মোবাশ্বেরুর রহমান, কানাইলাল মজুমদার, আব্দুর রউফ, আবুল হাসান, ইয়াহিয়া ইকবাল, গাজী মমিনউদ্দিন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা।
সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কাবাডি টুর্নামেন্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খান লিপি’র সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাস,সহকারী শিক্ষক আল আমিন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান, জুলফিকার আলী, নিত্যানন্দ সরকার ,কামরুন নাহার , সাবিরা সুলতানা, মুসলিমা খাতুন, শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোঃ ফরহাদ হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন