যবিপ্রবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ‘লেভেল ফোর’ শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকেল ০৪:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এই কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুইটি ব্যাচের প্রায় ১০০ জন শিক্ষার্থীর মধ্যে এসব কিট বক্স বিতরণ করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি কলেজ অধ্যক্ষ এ এস এম আতিকুজ্জামান, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: তারেক মূসা, প্রভাষক ডা. মিনাক্ষী নাগ, প্রভাষক ডা. শাহরিন সুলতানা। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: আব্দুল জলিল।
ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এন্ড ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: আতোয়ার রহমান। মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রভাষক ডা. মো: মামুন শাহ। প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফ আলী। এনিম্যাল সায়েন্স এন্ড নিউট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেগম মানছুরা হাসিন। ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক কৃষিবিদ আবু জাফর মো: ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদটি ঝিনাইদহে অবস্থিত যা পূর্বে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ হিসেবে পরিচিত ছিলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন