যশোরের কেশবপুরে কোলাবরেশন বৃদ্ধিতে সিএসও প্রতিনিধিদের সমন্বয় সভা
যশোরের কেশবপুর পরিত্রাণের বাস্তবায়নে উয়াইমুভস প্রকল্পের উদ্যোগে কোলাবরেশন ও নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য সিএসও প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা ওয়ার্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিএসও কমিটির সভাপতি সুফিয়া খাতুন শিখার সভাপতিত্বে ও উয়াইমুভস প্রকল্পের কর্মকর্তা উজ্জ্বল কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলম, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, এ্যাড. রত্না চন্দ্র চন্দ, প্রভাষক কুন্তল বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম, প্রদীপ কুমার সিংহ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন