যশোরের কেশবপুরে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
যশোরের কেশবপুরে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পৌরসভার ৩নং ওয়ার্ডের বাইসা—নূরপুর মোড়ে নৌকার নির্বাচন পরিচালনা অফিসে বৃহস্পতিবার গভীর রাতে দূবৃত্তরা অগ্নিসংযোগ করে।
এসময় অফিসে রক্ষিত ২০ টি প্লাস্টিকের চেয়ার, নৌকার পোষ্টার, টেবিল, উপরের চালা, সামিয়ানার কাপড় ও ব্যানার পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর—৬ (কেশবপুর) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার , পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানা অফিসার ইনচার্জ জহুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ঘটনায় পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সবুজ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, অগ্নিসংযোগের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। যা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন