যশোরের কেশবপুরে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠিত
যশোরের কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটি প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্নাকে আহবায়ক ও রবিউল ইসলাম রয়েলকে সদস্য সচিব মনোনীত করা হয়।
বুধবার (২৩মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচিব সফিকুল ইসলাম বাবুর অনুমতিক্রমে সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি কাজী টিটো ও সদস্য সচিব শাফি সমুদ্র কেশবপুর শাখা কমিটির অনুমোদন দিয়েছেন। নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে মনিরুজ্জামান মনি, এ্যাডভোকেট আফরোজা রোজি, মুক্তি বিশ্বাস,মাহাফুজ্জামান মুক্তি, রবিউল ইসলাম রবি।
সদস্যরা হলেন, কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, এ্যাডভোকেট মিলন মিত্র, কাজী আযহারুল ইসলাম মানিক, হারুন আর রশিদ মুক্তি, হাবিবুর রহমান হাবিব, জয় ভদ্র, কাজী মাজাহারুল ইসলাম,শেখ আব্দুল আলীম, শেখ আব্দুর সবুর, লাভলী ইয়াসমীন, এনামুল কবীর, আবু সেলিম, ইয়াসমিন সুলতানা, অসীম সাহা, সৌমেন হাসান খান, মাহামুদুল হাসান চঞ্চল, হাফিজুর রহমান, এরশাদ আলী, আমজাদ হোসেন, হায়াতুজ্জামান মুকুল, আব্দুলাহ আল রাজু, ফাতেমাতুজ জোহরা শান্তা, সালাউদ্দীন খান, সাইদুর রহমান, লাবনী ইয়াসমিন, ফয়সাল খান, আব্দুর রশিদ মুন্সি, আলমগীর হোসেন, তৌহিদুর রহমান,চন্দ্রিমা সরকার, সঞ্জয় দেবনাথ, শাহাদাৎ হোসেন ১, বায়েজিদ হোসেন, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান, অনিমেষ মন্ডল, মোহন দত্ত, শেখ আব্দুস সবুর, এনামুল হক, শাহাদাৎ হোসেন ২, জেসমিন আরা, শবনম মুস্তারী রেহেনা, রিপন হোসেন ও মোমরেজ আলী ফকির।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন