যশোরের কেশবপুরে সম্প্রীতি, দেশের শান্তিকামনা আরোগ্যদায়ী সভার উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/Keshabpur-27-10-23-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের কেশবপুরের বড়েঙ্গা শান্তি ও আরোগ্যদায়ী সভা উদযাপন পরিষদের আয়োজনে বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের মাঠে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও দেশের শান্তিকামনায় তিন দিনব্যাপী শান্তি ও আরোগ্যদায়ী সভা, মনমুগ্ধকর আধ্যাত্মিক গান ও রাফেল ড্র বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করা হয়েছে।
বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সভাপতি সরদার আলী মুনছুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মার্কাস রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কর্ডিনেটর রেভাঃ মনিমোহন রায়, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক মাসুদুর রহমান, ইউপি সদস্য সেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন