যশোরের তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
যশোরের ভারত সীমান্তবর্তী তিনটি উপজেলা ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।
ঝিকরগাছার বদরুদ্দীন মুসলিম হাইস্কুল কেন্দ্রে প্রথম এক ঘন্টায় ৩২ জন ভোট প্রদান করেন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন ধরণের ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৩৩ জন।
এ উপজেলার কৃষ্ণনগর প্রাইমারি স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬শ’ ৯ জন। প্রথম এক ঘন্টায় এই কেন্দ্রে ৩৫ জন ভোট প্রদান করে বলে জানান প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান।
তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই হাজার পুলিশ ও চার হাজার আনসার সদস্য নিয়োজিত আছেন। এর পাশাপাশি র্যাব, পুলিশের সমন্বয়ে মোবাইল টিম ও গোয়েন্দারাও নিয়োজিত রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন