যশোরের বেনাপোলে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/Screenshot_20220307-1226063.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (৬ মার্চ ) রাত ১০টার সময় বেনাপোল পোর্ট থানাথীন কলেজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার নারানপুর কেলেরকান্দা গ্রামের জামাল শেখের ছেলে সাইল শেখ (১৯) ও একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে ফিরোজ হোসেন (৩৮)।
ডিবি জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে, কলেজপাড়া বাহাদুরপুর রোডস্থ পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করা হয়।
এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে বলে জানান ডিবির ওসি রুপণ কুমার সরকার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন