যশোরের বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ৪শ’ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই- এলাহী জানান, পুটখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে লিটন মিয়া (২৮), পিতা- মোঃ মোক্তার আলী, (২) শাহজাহান মন্ডল (৩২), পিতা- আলী কদর মন্ডল উভয়ের গ্রাম- পুটখালী দক্ষিণপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার (১২০.১৯৮৯ ভরি) এবং ০১ টি মোটর সাইকেলসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)।

আটককৃত আসামীদ্বয়, সোনার বার এবং মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।