যশোরের বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের আমদানি-রফতানি বন্ধ
বিশ্ব কর্ম পূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকলেও রবিবার সকাল থেকে পূনরায় চালু হবে আমদানি রফতানি। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
কাস্টমস কার্গো শাখার রেভিনিউ অফিসার শেখ ইনাম হোসেন জানান, হিন্দু ধর্মালম্বীদের বিশ্ব কর্ম পূজা উপলক্ষে শনিবার সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে আমদানি রফতানি চলবে।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন