যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিম

যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজ্জোহা সেলিম।

রোববার (০৬ এপ্রিল) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

এর আগে যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামান সাক্ষরিত পত্রে মোস্তাফিজ্জোহা সেলিমকে সভাপতি করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সেলিম বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের মৃত শামসুজ্জোহা সরদারের ছেলে।

মোস্তাফিজ্জোহা সেলিমের পূর্ব পরিচয় তিনি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বেনাপোল সরগম সংগীত এ্যাকাডেমীর সভাপতি এবং সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে ব্যবসায়ীদের সেবা দিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার বিস্তার।

ছাত্র জীবনে যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও দির্ঘদিন বেনাপোল নগর ও শার্শা উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। দায়ীত্বশীল গুনাবলীর কারনে বর্তমানে বিএনপির নীতি নির্ধারকরা তাকে শার্শা উপজেলা যুবদলের আহবাহক পদমর্যাদা দিয়েছেন।

জানা যায়, বিগত আ’লীগ সরকার ক্ষমতা চ্যুতির পর গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তবর্তীকালীন সরকার। পরে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয় জেলা পর্যায়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের।

এদিকে মোস্তাফিজ্জোহা সেলিমকে এ্যাডহক কমিটির সভাপতি মনোনিত করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা।

মোস্তাফিজ্জোহা সেলিম জানান, এ বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন। এ শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। রাজনৈতি মুক্ত শিক্ষাঅঙ্গন, সুশৃঙ্খল পরিবেশ ও বিদ্যালয় উন্নয়নে কাজ করতে ভুমিকা রাখবে এই পরিচালনা পরিষদ কমিটি। তিনি যশোর শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে সহযোগীতা কামনা করেন।