যশোরের মণিরামপুরে আপত্তিজনক বক্তব্যে দলীয় পদ হারালেন আ.লীগ নেতা
দলীয় কর্মসূচীর এক আলোচনা সভায় আপত্তিজনক মন্তব্যের অভিযোগে আওয়ামী লীগ নেতা আব্দুল হাইকে দলীয় পদ থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক। একই সাথে আব্দুল হাইকে চুড়ান্ত বহিস্কারের জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।
জানা যায়- মঙ্গলবার (২৯ মার্চ-২০২২) মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- গত ২৫ মার্চ দলীয় ব্যানারে গণহত্যা ও স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় খালেদা জিয়া দেশ গড়ার ও উন্নয়নের কারিগর বলায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্নসহ নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ কারণে আব্দুল হাইকে পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে সন্তোজনক উত্তর প্রদানের কথা বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন