যশোরের মণিরামপুরে এক নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/যশোরের-মনিরামপুর.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মনিরামপুরে ছকিনা বেগম (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট-২০২২) বেলা ১১টার দিকে উপজেলার কাশিমনগর ইউনিয়নের হুমাতলা এলাকার নিজ ঘর থেকে স্বজনরা তার মরাদেহ উদ্ধার করেন। ছকিনা বেগম ওই গ্রামের আব্দুল গফুর দফাদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন বলে দাবি স্বজনদের।
কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মতিউর রহমান বলেন- ছকিনা বেগম দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই তিনি আত্মহত্যার কথা বলতেন। এদিন বেলা ১১টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে তিনি ফাঁস দেন। এরপর ছকিনা বেগমের পুত্রবধূ, শাশুড়িকে ঝুলতে দেখে চিৎকার দেন। তখন আশপাশের এসে তার মৃতদেহ নামিয়ে আনেন।
মতিউর রহমান আরো বলেন- খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে আসেন। এলাকার সবার অনুরোধে তারা মৃতদেহ দাফনের জন্য রেখে যায়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন