যশোরের মণিরামপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
যশোরের মণিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে ভূট্টা, সরিষা, খেসাড়ী, টমেটে, পেঁয়াজ এবং মরিচসহ ১১ প্রকারের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় উপজেলার শতাধিক কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
প্রান্তক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলামসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৯১০ জন প্রান্তিক কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উৎসাহ বাড়াতে ১১ প্রকারের বীজসহ পর্যাপ্ত পরিমান এমওপি ও ডিওপি সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন