যশোরের মণিরামপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
যশোরের মণিরামপুরে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এজাহার সরদার (৭৫) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা স্বজনদের।
মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এড়েন্দা পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে।
এদিন বিকেল ৩টায় গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত এজাহার সরদার ওই গ্রামের মৃত জবেদ আলী সরদারের বড় ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন।
এজাহার সরদারের ছোট ভাই শমসের সরদার বলেন- সকালে এলাকার মসজিদে ঈদের সালাত আদায় করেন বড় ভাই। এরপর ছেলেদের সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বসে পড়েন তিনি। পরে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
বীর মুক্তিযোদ্ধার জানাজায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধিকারী, থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি, রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোমেন বিশ্বাসসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন