যশোরের মনিরামপুরের রিপ্রেজেন্টেটিভ শাহ আলমের মৃত্যু

শাহ আলম (৫৫) নামের এক রিপ্রেজেন্টেটিভের আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকার একটি মসজিদের বাথরুমে তিনি আকস্মিক এ মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যুকাল তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযায়- শাহ আলম দীর্ঘদিন গ্লোব ফার্মাসিটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানীতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাকরির সুবাধে দীর্ঘদিন যশোরের মনিরামপুরে বসবাস করে আসছিলেন।

চাকরির পাশাপাশি পৌরসভার তাহেরপুর চাররাস্তা মোড়ে একটি ওষুধ ফার্মেসির দোকান করে পল্লী চিকিৎসক হিসেবেও কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাশ্ববর্তী ঝিকরগাছা উপজেলার ঝাউগ্রামে।

শুক্রবার রাতে মনিরামপুর থেকে তিনি এক রোগীকে চিকিৎসা করানোর জন্য ঢাকায় নিয়ে যান। ঢাকার একটি মসজিদে রাত্র যাপনের পর শনিবার সকালে ওই মসজিদের একটি বাথরুমে গেলে তিনি আকস্মিক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আজ শনিবার এশা বাদ ঝিকরগাছায় গ্রামের বাড়িতে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।