যশোরের মনিরামপুরে মা ফোন কেড়ে নেওয়ায় অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা
যশোরের মণিরামপুরে মায়ের উপর অভিমান করে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে আম্বিয়া খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার (৭ অক্টোবর-২০২২) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আম্বিয়া উপজেলার খেদাপাড়া খড়িঞ্চি উত্তর পাড়ার হাফিজুর রহমানের মেয়ে। সে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন- শুক্রবার সন্ধ্যায় বই রেখে মোবাইল দেখছিলো আম্বিয়া। এটা দেখে মা জোহরা খাতুন মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বকাঝকা করেন। এতে অভিমান করে রাত সাড়ে ৭টার দিকে বাড়িতে রাখা গ্যাস ট্যাবলেট খায় আম্বিয়া। টের পেয়ে স্বজনরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। খুলনায় নেওয়ার পথে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মারা যায় আম্বিয়া।
এসআই সমেন বলেন- এ ঘটনায় শনিবার (৮ অক্টোবর) সকালে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন