যশোরের রাজগঞ্জে ঈদের বেচাকেনার অপেক্ষায় বিক্রেতারা
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ঈদের বেচাকেনার অপেক্ষায় রয়েছে বিক্রেতারা।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজগঞ্জ বাজারে হরেক রঙের পোশাক, কসমেটিকে সাজানো হলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতা উপস্থিতি বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
শনিবার (৮ এপ্রিল) বিকেল ও রবিবার (৯ এপ্রিল) সকাল থেকে রাজগঞ্জ বাজারের বিভিন্ন গার্মেন্টস ও প্রসাধনী দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়।
ইফতারের পরে বেশিরভাগ দোকানগুলোতে ক্রেতা শুন্য দেখা যায়। দোকান থেকে অনেককে আবার খালি হাতে বের হতে দেখা যায়। কেনাকাটা তাই নগণ্য।
একজন ক্রেতা আকিকুল ইসলাম বলেন- আমি এখানে প্যান্ট কিনতে এসেছি। আসলে ঈদের কেনাকাটা নয়। ব্যবহারের জন্য দুইটি জিন্সের প্যান্ট কিনেছি।
রাজগঞ্জ বাজারের হাইস্কুল রোডের গার্মেন্টস ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন- এখানো বেচাকেনা পুরোদমে শুরু হয়নি। তবে, ২০ রোজার পরে কেনাকাটা শুরু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন