যশোরের শার্শার ওসি আকিকুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/IMG_20230916_210121.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এবার যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম আকিক যশোর জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন।
১৩ সেপ্টেম্বর বুধবার সকালে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এস এম আকিকুল ইসলামকে যশোরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
এ সময় ওসি আকিকুল ইসলাকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেন পুলিশ সুপার।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, শার্শা থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন। আমি শার্শা থানার জনগণের সহযোগিতায় এ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছি। আমাকে আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা। মানুষের জন্য সব সময় কাজ করে যাব।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন