যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/318663747_652700806501684_690407606236794154_n-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শায় পারিবারিক কলহের জের ধরে ভাসুরের নির্যাতনে গৃহবধু নাহার বেগম (৪৫) আত্মহত্যা করেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বলিদাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহার বেগম ঐ গ্রামের কামাল হোসেনের স্ত্রী। খবর পেয়ে শার্শা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রতিবেশীরা জানান, গত কয়েকদিন ধরে কামালের বাড়িতে পারিবারিক ভাবে বৌ-শ্বাশুড়ির মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে নিহত নাহার বেগমের ভাসুর যুবদল নেতা ফজলুর রহমান তাকে ও তার মেয়েকে বেদম ভাবে মারপিঠ করে এবং লাঞ্চিত করে। যে কারণে অত্যান্ত ক্ষোভে ও অভিমান করে শুক্রবার দুপুরে গৃহবধু নাহার বেগম নিজ ঘরে আড়ার সাথে গলায় ওরনা পেচিয়ে ঝুলে আত্মহত্যা করে।
শার্শা থানার পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে নিহতের পরিবারের কাছ থেকে ঘটনা শুনেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন