যশোরের শার্শায় ব্যাটারীচালিত ভ্যান উল্টে মহিলার মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/দুর্ঘটনায়-accident.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর এলাকায় ব্যাটারীচালিত ভ্যান উল্টে জামেনা বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষণপুর এলাকায় কাশেমের মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত জামেনা বেগম উপজেলার গোড়পাড়া গ্রামের শামছুর সর্দারের স্ত্রী।
এ ঘটনায় ভ্যান চালক ভনু মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ভনু মিয়াকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে নিহত জামেনা বেগম মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যাটারীচালিত ভ্যানে করে রওয়ানা হন। পতিমধ্যে লক্ষ্মণপুর কাশেমের মোড়ে পৌঁছালে একটি ছাগল রাস্তা পার হওয়ার সময় ছাগলের দঁড়িতে বেঁধে ভ্যান উল্টে গেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে জামেনা বেগমের মৃত্যু হয় এবং ভ্যান চালক ভনু মিয়া গুরুতর আহত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন