যশোরের শার্শায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন কর্মসূচি পালিত
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের শার্শা উপজেলার আয়োজনে সকাল-সন্ধ্যা গণ-অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
শনিবার (২২ অক্টোবর) বিগত সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া সংখ্যালঘু জনস্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমুহের অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণ-অনশন পালন করছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল থেকে উপজেলা পরিষদের সামনে গণ অনশন-গণ অবস্থান কমসূচি পালিত হচ্ছে।
এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখার সভাপতি জয়দেব কুমার সিংহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সদস্য বাবু বিকাশ আইচ, র্শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রায়, সালমান দাস, সুবল বিশ্বাস ময়না, অন্যান্য নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন