যশোরের হাট-বাজারে ভারতীয় কীটনাশকে সয়লাব, ব্যবহার হচ্ছে সবজিতে
যশোরের মনিরামপুরের রাজগঞ্জের হাট-বাজারে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর ভারতীয় কীটনাশকে সয়লাব হয়ে গেছে। চাষিরা এইসব ভারতীয় কীটনাশক সবজিতে ব্যবহার করছে দেদারছে। এতে হুমকির মুখে রয়েছে স্বাস্থ্যখাত।
জানা গেছে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী হাট-বাজার গুলোতে প্রায় শতাধিক খুচরা কীটনাশক বিক্রেতা রয়েছে। এরা প্রতিনিয়ত মানব দেহের জন্য ক্ষতিকর ভারতীয় কীটনাশক বিক্রি করছে। যা বাংলাদেশে বিক্রি করার কোনো অনুমোদন নেই। বিশেষ করে মানবদেহের ক্ষতিকর অত্যান্ত শক্তিশালী ভারতীয় কীটনাশক এ অঞ্চলের বাজারগুলোতে বিক্রি হচ্ছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ সকল কীটনাশক ফসল এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং এসকল কীটনাশকের ব্যবহার সম্পর্কে এ অঞ্চলের কৃষকদের কোন অভিজ্ঞতা নেই। বিশেষ করে বাংলাদেশের ফসলের জন্য এগুলো প্রযোজ্য নয়।
পরিবেশবিদদের মতে, এ সকল ক্ষতিকর ভারতীয় কীটনাশক ব্যবহারের কারণে ব্যাঙসহ অনেক পরিবেশ বান্ধব কীটপতঙ্গ মরে যাচ্ছে। এ কারণে হুমকির মুখে পড়ছে পরিবেশ।
রাজগঞ্জ অঞ্চলের কীটনাশক ব্যবসায়ীরা কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের চোখ ফাঁকি দিয়ে দেদারছে ভারতীয় কীটনাশকের ব্যবসা করে যাচ্ছে। ফলে এ অঞ্চলের কৃষকরা এ ভারতীয় কীটনাশক সবজিতে ব্যবহার করে স্বাস্থ্যখাত মারাত্মক হুমকির মুখে ফেলছে।
রাজগঞ্জের বাসিন্দা মো. রবিউল ইসলাম বলেন, রাজগঞ্জ এলাকার চাষিরা কীটনাশক ব্যবসায়ীদের কথামতো তাদের সবজি ক্ষেতে ভারতীয় কীটনাশক হরদম ব্যবহার করছে। ফলে সবজির মাধ্যমে মানবদেহে কীটনাশক প্রবেশ করে মানুষের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে মানুষের শরীরে বিভিন্ন চর্মরোগ দেখা দেচ্ছে শুধুমাত্র ভারতীয় কীটনাশকের কারণে।
রাজগঞ্জ সচেতন সমাজের দাবি, অতি শীঘ্রই এসকল দোকানে অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন