১৭ জুলাই
যশোরে করোনায় ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১০৮ জনের।
শনিবার (১৭ জুলাই) যশোর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারেই সবগুলো নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫ ভাগ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৮৪৩ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ১১২ জন।
এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, যশোর হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ২০১ জন। এর মধ্যে করোনার রেডজোনে ১৪৭ জন এবং ইয়েলো জোনে ৫৪ জন রোগী ভর্তি আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন