যশোরে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে সাতক্ষীরার এক যুবক নিহত, আহত-১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/20220426_223807.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী সাতক্ষীরার কলারোয়ার এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাথে থাকা অপর এক যুবক।
মঙ্গলবার দুপুরে যশোরের ধর্মতলা নামক রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের মোস্ত গাজীর ছেলে শামীম হোসেন (২২) ও আহত একই গ্রামের আজিদ হোসেনের ছেলে মামুন হোসেন (২২)।
হতাহতদের স্বজনেরা জানান, এদিন দুপুর ২টার দিকে যশোরের ধর্মতলা নামক স্থানে রেল লাইন পার হওয়ার সময় যশোর থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস ট্রেন’ ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন শামীম হোসেন। গুরুতর আহতাবস্থায় মামুন হোসেনকে যশোর সদর হাসপাতাল ভর্তি করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন