যশোর সেনানিবাসে দুই সপ্তাহ ব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ শুরু
যশোর সেনানিবাসে শুরু হয়েছে দুই সপ্তাহ ব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০। গত (৭ জুন) সকাল ১০ টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সহযোগিতার ইতিহাস রয়েছে। এ যৌথ প্রশিক্ষণ দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ও উন্নয়নের প্রচেষ্টা। ২০১০ সাল থেকে এ প্রশিক্ষণটি উভয় দেশ আয়োজন করে আসছে। এ যৌথ প্রশিক্ষণের উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে আরো সুদৃঢ় করা। অনুশীলনটি কমান্ড পোস্ট এক্সারসাইজ, ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ এর সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের সেনারা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার রুপেশ শেহগাল । তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা ও পারস্পরিক প্রতিশ্রুতির উপর। এই প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাস দমন মানবিক সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা সহায়তা সহ অন্যান্য কার্যক্রম সমূহ ইতিবাচক প্রসার ঘটবে। এ যৌথ প্রশিক্ষণে উভয় দেশ হতে কমান্ডিং অফিসার, জুনিয়র কমান্ডিং অফিসার সহ বিভিন্ন পদবীর সেনা সদস্যরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আগামী ১৬ জুন পর্যন্ত কমান্ড পোস্ট এক্সারসাইজ ও ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন