যশোর—৫ (মনিরামপুর) আসনে ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/unnamed-file-6.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে গত সোমবার পর্যন্ত যশোর—৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন বলে জানা গেছে।
এরা হলেন— মনিরামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, মনিরামপুরের সাবেক এমপি অ্যাড. খান টিপু সুলতানের ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা হুমায়ন সুলতান, মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, আওয়ামী লীগ নেতা নিতাই কুমার বৈরাগী, যশোর জেলা কৃষক লীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, যশোর—৫ (মনিরামপুর) আসনের বর্তমান এমপি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফারুক আহমেদ চৌধুরী, মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার মন্ডল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সহসভাপতি এবং বর্তমান যুবলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন