যাচাই-বাছাই করে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার

সেনা অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফিরিয়ে নেয়া হবে বলে বিবৃতি দিয়েছে মিয়ানমার।

মঙ্গলবার দেশটির স্টেট কাউন্সেলরের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। তবে প্রত্যাবসনের ক্ষেত্রে ১৯৯২ সালের যৌথ ঘোষণাকে ভিত্তি হিসেবে ধরা হবে বলে জানিয়েছে মিয়ানমার।

ঢাকায় সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী তিস্ত সোয়ের বৈঠকের বিষয়ে এ বিবৃতি দেয় মিয়ানমার।

বৈঠকের বিষয়ে মিয়ানমারের মন্ত্রী ঢাকায় কোনো মন্তব্য না করলেও একদিন পর দেশটির স্টেট কাউন্সেলরের দফতর এ আনুষ্ঠানিক বিবৃতি দিল।

১৯৯২ সালের দুই দেশের মধ্যেকার যৌথ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গারা মিয়ানমারের বৈধ কাগজপত্রসহ ফিরতে পারবে রাখাইনে।