যানজটে আটকে হেঁটেই গন্তব্যস্থলে পৌঁছালেন প্রেসিডেন্ট (ভিডিও)

ট্রাফিক জ্যামে আটকে আছে সাধারণ মানুষ। এমন চিত্র অতি সাধারণ।

তবে সাধারণ মানুষের সাথে দেশের রাষ্ট্রপতিও আটকে পড়ে আছেন সেই জ্যামে এমন চিত্র কিন্তু সচারাচর দেখা যায় না। তবে এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে। তার বহনকারী গাড়ি জ্যামে আটকে গেলে তিনি হেঁটে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছান।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিতে বের হয়েছিলেন জোকো উইদোদো। কিন্তু পথে প্রচণ্ড ট্রাফিক জ্যামের কারণে বাধ্য হয়ে প্রচণ্ড রোদের মধ্যে দুই কিলোমিটার হেঁটে সামরিক কুচকাওয়াজে পৌঁছান। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

প্রেসিডেন্টের দেহরক্ষী ইলি দাসিলি বলেন, ৩০ মিনিট জ্যামে আটকে থাকার পরে প্রেসিডেন্ট গাড়ি থেকে বের হয়ে হাটার সিদ্ধান্ত নেন। জ্যামে আটকে থাকা ইন্দোনেশিয়া পুলিশ প্রধান টিটো কার্নাভিয়ানও প্রেসিডেন্টের সঙ্গে যোগ দেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে প্রেসিডেন্ট জোকো উইদোদো রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন এবং সমর্থকেরা তার নামে স্লোগান দিচ্ছে।

https://youtu.be/XcyRD_ly_jo