যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রকএনরোলের রানি টিনা টার্নার আর নেই
রকএন রোলোর রানি বলা হতো তাকে। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেই টিনা টার্নারের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৮৩ বছর। বুধবার টিনা টার্নারের মৃত্যু নিশ্চিত করেন তার পরিবারের একজন প্রতিনিধি।
হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট কিংবা প্রাইভেট ডান্সার শিরোনামের সেরা দুই গানে তার যাদুকরী কণ্ঠ সেই ১৯৬০ এর দশকেই জনপ্রিয়তা এনে দেন টিনা টার্নারকে।
এরপর ৮০’র দশকের তার বিষ্ময়কর প্রত্যাবর্তন ঘটে।
১৯৩৯ সালে জন্ম টিনা টার্নারের। ৬০ এর দশকের গোড়ার ভাগে ইকে অ্যান্ড টিনা টার্নার এর দ্বৈত অ্যালবাম দিয়ে যাত্রা শুরু। ধীরে ধীরে হয়ে ওঠেন রক এন রোলের রানি। তার রোলিং অন দ্য রিভার কিংবা প্রাউড ম্যারি আজও ভক্তকুলের মন জুড়ে আছে।
পরে ইকের সঙ্গে তার বিয়ে হয় এবং আরও পরে ১৯৭৩ সালে ছাড়াছাড়ি হয়ে যায়। এতে সঙ্গীত থেকে কিছুটা সরে পড়েন টিনা টার্নার। ১৯৮০র দশকে প্রত্যাবর্তন করেন আর ধীরে ধীরে সাফল্যের শিখরে নিয়ে যান নিজেকে। বিলবোর্ড হট হান্ড্রেড তালিকায় উঠে আসেন, জিতে নেন গ্রামি অ্যাওয়ার্ড।
২০০৯ সালে ৫০ তম বর্ষপূর্তীর ট্যুর শেষ করে অবসরে যান টিনা টার্নার। ২০১৮ সালে তার জীবনী তুলে ধরে একটি ‘টিনা’ শিরোনামে মিউজিক্যাল শো আনে ব্রডওয়ে।
দুই সন্তানকে রেখে গেছেন টিনা টার্নার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন