যুক্তরাষ্ট্রের ভিসা পেতে লাগবে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য
ভিসার জন্য এখন থেকে আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারিত তথ্য নেবে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানিয়েছে, আবেদনকারীকে তার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত নাম এবং গত পাঁচ বছর যাবৎ ব্যবহার করছে এমন ই-মেইল এবং ফোন নম্বর জমা দিতে হবে। গত বছর এই নিয়মের প্রস্তাব করা হয়েছিল।
তবে কূটনীতিক এবং সরকারী কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে সবসময় এই নিয়ম প্রযোজ্য হবে না।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ কিংবা পড়াশোনার জন্য যারা যেতে আগ্রহী তাদের এই তথ্য জমা দিতে হবে।
সামাজিক যোগাযোগের মাধ্যম সম্পর্কে কেউ যদি মিথ্যা তথ্য দেয় তাহলে তাকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।
কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করে তাহলে সেটি উল্লেখ করার সুযোগ থাকবে ভিসা আবেদন ফর্মে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন