যুক্তরাষ্ট্রের মায়ামির হয়ে আরো শিরোপা উপহার দেয়ার আশ্বাস লিওনেল মেসির
রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। শ্রেষ্ঠত্বের স্মারক নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এবার নিজ ক্লাব ইন্টার মায়ামি সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন আর্জেন্টাইন সুপারস্টার। আজ ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে নিউইয়র্ক সিটিকে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচের আগে মেসির ব্যালন ডি’অর প্রদর্শনী অনুষ্ঠান হয়। সেখানে সমর্থকদের আরো শিরোপা উপহার দেয়ার আশ্বাস দেন আর্জেন্টাইন মহাতারকা।
আগেই জানা গিয়েছিল, ইন্টার মায়ামি-নিউইয়র্ক সিটি ম্যাচে নিজের অষ্টম ব্যালন ডি’অর উপস্থাপন করবেন লিওনেল মেসি। প্রিয় তারকার অর্জনের আনন্দ ভাগাভাগি করে নিয়ে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ছিল মায়ামি সমর্থকদের উপচেপড়া ভিড়। মায়ামির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ব্যালন ডি’অর হাতে মাঠে প্রবেশ করেন মেসি। এ সময় গ্যালারি করতালি এবং হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত সবাই মুঠোফোনের বাতি জ্বালিয়ে দারুণ এক পরিবেশ তৈরি করেন। মাঠের নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশে ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেন মেসি।
এরপর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘প্রথমত আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এখানে আসার জন্য এবং দারুণ এই আয়োজন করার জন্য। এটা (ব্যালন ডি’অর জয়ের আনন্দ) আপনাদের সঙ্গে ভাগাভাগি করা আমার জন্য দারুণ ব্যাপার।’
গত জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। এরপর থেকে যুক্তরাষ্ট্রে চলছে ‘মেসি ম্যানিয়া’। মেসি বলেন, ‘আমি এখানে এসেছি অল্প কিছুদিন হলো। তবে আমার মনে হয়, আমি অনেক দিন ধরেই এখানে আছি। আমি মায়ামির সব মানুষকে ধন্যবাদ দিতে চাই। আপনারা আমার ও আমার পরিবারের সঙ্গে যে সুন্দর আচরণ করছেন, সেটা দারুণ। আপনারা আমাদের অনেক ভালোবাসা দেখিয়েছেন। আপনারাই আমাকে এই অনুভূতি দিয়েছেন যে, এটা আমার ঘর।’
মেসির নৈপুণ্যেই নিজেদের প্রথম শিরোপা লীগস কাপ জেতে ইন্টার মায়ামি। পিংক লেডদের আরো শিরোপা উপহার দেয়ার প্রত্যয় জানিয়ে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমরা খুব অল্প সময় ধরে একসঙ্গে আছি এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি। দলের জন্য শিরোপা জিতেছি। যেটা গুরুত্বপূর্ণ ছিল। আমি যে এখানে উপভোগ করব, সেটা নিয়ে আমার মনে কোনো দ্বিধা ছিল না। আর এখন আমার সন্দেহ নেই যে, আমরা সামনের বছর আরো ভালো করব। আমরা অনেক উপভোগ করব এবং আরো শিরোপা জিতব। আমি আশা করি, আপনারা আমাদের সমর্থন দিয়ে যাবেন, যেমনটা আমি এখানে আসার পর থেকে দিয়ে যাচ্ছেন। আগামী বছর আমরা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একসঙ্গে লড়াই করব।’
মেসির ব্যালন ডি’অর প্রদর্শনের উপলক্ষ্যটা অবশ্য রাঙাতে পারেনি ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটির কাছে হেরে যায় ২-১ গোলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন