যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর আর নেই
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/আওয়ার-নিউজ_20231202_082656_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর মারা গেছেন।
শুক্রবার (১ ডিসেম্বর) ৯৩ বছর বয়সে তিনি মারা যান। বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাঃসকষ্টজনিত সমস্যাসহ আরও বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগন বিচারপতি ও’কনরকে আমেরিকার উচ্চ আদালতে নিয়োগ দিয়েছিলেন। তিনি দীর্ঘ ২৪ বছর বিচারপতি হিসেবে কাজ করেছেন। ২০০৬ সালে তিনি অবসরে যান।
ও’কনর স্বামীর সেবা করার জন্য বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন। তার স্বামী মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন। পরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার স্থলে বিচারপতি স্যামুয়েল আলিটোকে স্থালাভিষিক্ত করেন।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এক বিবৃতিতে ও’কনরকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আমেরিকান কন্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি মার্কিন নাগরিকদের প্রথম নারী বিচারপতি ছিলেন।
রবার্ট আরও বলেন, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ও’কনর বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে তিনি স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন