যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারীর অনুষ্ঠানে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের ওহাইওতে এক অন্তঃসত্ত্বা নারীর অনুষ্ঠানে দুই বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে এক নারী। এ ঘটনায় আহত হয়েছে শিশু ও এক অন্তঃসত্ত্বাসহ আটজন। স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার বিকেলে কোলেরইন শহরতলীর একটি বাড়িতে গর্ভধারণের সংবাদ জানার পর এক নারী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অজ্ঞাত দুই বন্দুকধারী সেখানে প্রবেশ করে অন্তঃসত্ত্বা ওই নারীর উরুতে গুলি করে। এসময় আরো এক নারীকে গুলি করে হত্যা করা হয়। বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছে আরো আটজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বন্দুকধারী গুলি করার পরপরই তাদের গাড়ির উদ্দেশে দৌড়ে যায়।
পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন