যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ডেপুটি শেরিফসহ নিহত ৮


যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লিঙ্কন কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে ডেপুটি শেরিফসহ ৮ জন নিহত হয়েছে। পুলিশ জানায় তারা ৩৫ বছর বয়সী সন্দেহভাজন খুনি কোরি গডবোল্টকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে সবগুলো খুনের সঙ্গে তার সংশ্লিষ্ট আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। লস এঞ্জেলেস টাইমসের বরাতে জানা যায় শনিবার রাতে লিংকন কাউন্টির তিনটি বাড়িতে গোলাগুলি হয়। এতে ডেপুটি শেরিফসহ আটজন নিহত হয়।
সন্দেহভাজন কোরি গডবোল্টকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আশা করেননি তাকে জীবিত উদ্ধার করবে পুলিশ। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ‘আত্মহত্যা’ করতে চেয়েছিলেন।
পত্রিকাটি জানায়, কোরি তার স্ত্রী ও তার পরিবারের সদস্যদের সাথে সন্তানদের দেখভালের বিষয় নিয়ে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী কেউ আইনশৃঙ্খলা বাহিনীকে তার ব্যাপারে জানায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে কোরি উন্মত্তের মতো গুলি ছুড়তে থাকেন। এতে ডেপুটি শেরিফ নিহত হয়।
আটক কোরি জিজ্ঞাসাবাদের সময় বলেন, ‘আমি বাঁচার যোগ্য নই।’ তার গুলিতে ডেপুটি শেরিফ নিহত হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন