যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপির লেফলোর কাউন্টিতে মার্কিন নৌবাহিনীর সদস্যদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে।
কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ফ্রেড র্যান্ডল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উড়োজাহাজের ১৬ যাত্রীই নিহত হয়েছে।
মার্কিন নৌবাহিনীর টুইটার বাতায় জানানো হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ওই টুইটার বার্তায় বলা হয়েছে, কেসি-১৩০ নম্বর বিমানটি বিধস্ত হয়, যা সামরিক বাহিনীতে সর্বাধিক ব্যবহৃত বিমানগুলোর একটি। তবে এর বেশি কিছু লেখা নেই ওই টুইটে।
কার্গো বহন, সেনাবাহিনী বহন, জ্বালানি ভরাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হতো এই বিমানটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন