যে কারণে চ্যাম্পিয়ন হতে পারে ক্রোয়েশিয়া
রাশিয়া বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ফাইনালে পৌঁছে গেছে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়া। চলতি আসরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছে লুকা মদ্রিচের দল। রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলবে দেশটি। বিশ্বকাপ ট্রফিটা তুলে ধরার আগেই নিজেদের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য এরই মধ্যে তারা পেয়ে গেছে। ২১তম বিশ্বকাপে ফাইনালে ওঠার আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থানই ছিল তাদের সর্বোচ্চ অর্জন।
তবে অপেক্ষা এখন নতুন ইতিহাস গড়ার। আর দারুণ কিছু বৈশিষ্ট্যের কারণেই বিশ্বকাপের শিরোপা জয় করতে পারে দলটি। চলুন জেনে নেই সেই বৈশিষ্ট্যেগুলো সম্পর্কে।
মানসিক শক্তি ও চারিত্রিক বৈশিষ্ট্য
ফাইনালে বেশ কষ্ট করেই পৌঁছেছে ক্রোয়েশিয়া। ডেনমার্ক, রাশিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে এতটা পথ এগিয়ে এসেছে দলটি। তাদের বিপক্ষে জয় সহজ ছিলো না মোটেই। এক কথায় পিছিয়ে পরেই নিজেদের ফিরিয়ে এনেছেন ক্রোয়েটরা। এর মধ্যে দু’টি ম্যাচের ফল এসেছে পেনাল্টি শুটআউটে।
অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস
মদ্রিচের হাত ধরেই ক্রোয়েশিয়া এতো দূর এসেছে। শুধু রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়ই নয়, এই দলে আছে বিশ্বের বড় বড় ক্লাবে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়। যাদের দারুণ উপস্থিতিই দলকে নিয়ে এসেছে এতদূর। এই দলে আছে বার্সেলোনা, ইন্টার মিলান, জুভেন্তাস ও লিভারপুলের মতো বিশ্বের সেরা সব ক্লাবের খেলোয়াড়। ইভান রাকিতিচ, মারিও মান্দজুকিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাকিচ ও দেজান লভরেনের অভিজ্ঞ ও দক্ষ ফুটবলার।
দলের ভিতর বিস্ময়কর বোঝাপড়া ও উদ্দীপনা
ক্রোয়েশিয়া দলের অবিশ্বাস্য কাণ্ডের মূলে রয়েছে কোচ জ্লাতকো দালিচ। একটি ফুটবল দল হিসেবে বিশ্বকাপের আবহ মোটেই ছিলো না ক্রোয়েশিয়ার মাঝে। কিন্তু দালিচ আত্মবিশ্বাস নিয়ে আসেন খেলোয়াড়দের ভেতর। শুধু খেলোয়াড়ি মনোভাব নয়, দালিচ দলটিকে বানিয়ে ফেলেছেন একটি পরিবারের মতো। খেলোয়াড়রাও বারবার সেই কথাই বলছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন