রংপুরের পীরগঞ্জে ‘পাগল’ প্রোপাগান্ডা ছড়িয়ে জমি দখলের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এক অসহায় নির্মাণ শ্রমিকের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানিসনগর গ্রামে।
অভিযোগে জানা যায়, দানিসনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র আনিছার রহমান (৬২) পেশায় একজন নির্মাণ শ্রমিক। দানিসনগর মৌজার খতিয়ান নম্বর- ২২, দাগ নম্বর যথাক্রমে ৭, ৩০ ও ৩১ এ ক্রয় সূত্রে (বিক্রেতা বাবা, চাচা আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন) ২৬ শতাংশ, মৃত মা গোলেনুর বেগমের অংশ সূত্রে প্রাপ্ত ৩০ শতাংশ ও দাদী আলেজা বিবির দানপত্রে সোয়া ৮ শতাংশ জমিসহ মোট ৬৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন।
সম্প্রতি আনিছারের চাচা আব্দুর রশিদসহ তার পরিবারের লোকজন আনিছারকে পাগল- মানষিক রোগী আখ্যা দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে আনিছারের ভোগদখলীয় জমি বলপূর্বক দখল করে নেয়। শুধু তাই নয়, ওই জমিতে তার রোপনকৃত ২৬টি ইউক্লিপ্টাস গাছ, যায় মূল্য প্রায় ২লক্ষ টাকা।
চাচা আব্দুর রশিদ ও তার ছেলে আমির হোসেন (৩২) গাছগুলো কেটে কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছে। প্রতিবাদ করায় আনিছারকে শারিরীকভাবে লাঞ্ছিত করে চাচা ও তার পরিবারের লোকজন। তাদের অব্যাহত হুমকী ধামকী ও ভয়-ভীতির কারণে অসহায় আনিছার রহমান নিজ গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
ভুক্তভোগী আনিছার জানায়, আমাকে আমার ভোগদখলীয় জমি থেকে গায়ের জোরে উচ্ছেদ করছে। আমাকে বিবাদী করে শুধু হেনেস্তা করার জন্য চাচা আব্দুর রশিদ গত ১০ অক্টোবর ২০১৯ সালে রংপুরের পীরগঞ্জ থানা সহকারী জজ আদালতে মামলাও করেছেন। যা বিচারাধীন। অথচ তিনি নিজেই আদালতে মামলা করে নিজেই বেআইনিভাবে গাছ কর্তন ও বলপূর্বক জমি দখল করছেন। আমি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















