রংপুরের পীরগঞ্জে মরা গরুর মাংস বহনকারী ভ্যানচালককে ৫হাজার টাকা জরিমানা

রংপুরের পীরগঞ্জে বিক্রির উদ্দেশ্যে মরা গরুর মাংস ভ্যানযোগে পৌঁছানোর সময় ক্ষিপ্ত জনতা এক ভ্যানচালককে আটক করে পুলিশে দিয়েছে। বুধবার দিনগত ভোররাতে উপজেলার কুমেদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের নলেয়া নদীর ব্রিজে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শানেরহাট বাজারের জনৈক কসাই মরা গরুর মাংস সংগ্রহ করে চাতাল বাজারে ভ্যানযোগে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু বিষয়টি এলাকায় জানাজানি হলে ধুরন্ধর ওই কসাই বস্তা ভর্তি মরা গরুর মাংসগুলো নলেয়া নদীর ব্রিজের উপর থেকে নদীতে নিক্ষেপ করে পালিয়ে যায়।
এসময় প্রত্যক্ষদর্শীরা ভ্যান চালক বড়দরগাহ ইউনিয়নের শাহজাদপুর গ্রামের কাফি মিয়ার পুত্র ইকরামুল (৪৫)কে ধাওয়া দিয়ে আটক করে এবং পুলিশের উপস্থিতিতে নলেয়া নদী থেকে ৩ বস্তা মরা গরুর মাংস উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চাতাল বাজারের ক্ষিপ্ত তাহের আলী জানান, কসাইদের একটি চক্র বিভিন্ন হাটে-বাজারে অধিক মুনাফার লোভে অমার্জনীয় এ ঘটনা ঘটিয়ে আসছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন পঁচার পাড়া গ্রামের স্কুল শিক্ষক আবু সায়েম।
এদিকে থানা পুলিশ ভ্যানচালক একরামুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের নিকট নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত ধর্তব্য অপরাধে ৫হাজার টাকা জরিমানা করে মুক্তি দেয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৃত অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন