রংপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/দুর্ঘটনায়-accident.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের চাপায় বিকাশ চন্দ্র মহন্ত(২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
বরিবার (১ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার গড়েরমাথা হাসনা ফিলিং স্টেশনের সামনে রংপুর-ফুলবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত বিকাশ চন্দ্র মহন্ত নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ এলাকার নরেন চন্দ্র মহন্তের ছেলে।
পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বিকাশ চন্দ্র মহন্ত মোটরসাইকেল করে মিঠাপুকুর গড়ের মাথা থেকে নিজ বাড়ি আফতাবগঞ্জে ফিরছিলেন। গড়ের মাথা থেকে হাসনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা ফুলবাড়ীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
এবিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন