রক্তাক্ত সিরিয়ায় জীবনের অর্থ খুঁজে পান এক অভিনব ‘ক্যাটম্যান’
গৃহযুদ্ধ ও জঙ্গি হামলায় রক্তাক্ত সিরিয়া৷ এখানকার রক্তাক্ত ছবি দেখে শিহরিত হয় দুনিয়া৷ তারও মাঝে উঠে এসেছে এমনই এক মানুষের কথা, যিনি আক্ষরিক অর্থেই অন্যরকম৷
প্রবল সংঘর্ষের মধ্যে সিরিয়ার বহু এলাকা যখন জনশূন্য, ভগ্নস্তূপে পরিণত সেখানেই তিনি খুঁজে বেড়ান অবলাদের৷ তাদের জন্য জীবন বিপন্ন করেন৷ মানুষ যেখানে নিজেই অসহায়, সেখানে তার পোষ্যের খেয়াল রাখা অর্থহীন৷ আর এতেই জীবনের অর্থ খুঁজে পান ‘ক্যাটম্যান’৷
সিরিয়াতেই যুদ্ধকালীন পরিস্থিতিতে বিড়ালদের উদ্ধার করে যাচ্ছেন মোহম্মদ আলা আল জালিল৷ আলেপ্পোর কাফর নাহা অঞ্চলে তিনি তার ক্লিনিকে বেড়ালদের সেবা করেন৷ জালিলের ক্লিনিকে বিনামূল্যে অনেক পশুরই চিকিৎসা করা হয়৷ তার মধ্যে ঘোড়া, গরু এবং মুরগিও আছে৷ এক বছরে তারা ৭ হাজার পশুর চিকিৎসা করেছেন৷
আবার ৪৩ বছরের জালিল ‘আর্নেস্টোস ক্যাট স্যাংচুয়ারি’ নামে বিড়ালদের একটি সেবাকেন্দ্র চালান৷ এখানে অসুস্থ এবং দুর্বল প্রাণীদের চিকিৎসা হয়৷ নেহাত ভালোবাসা থেকেই তিনি এই স্বেচ্ছাশ্রম দেন৷
বিড়ালের প্রতি তার ভালোবাসা তাকে এই জায়গায় নিয়ে এসেছে৷ যুদ্ধ শুরুর সময় যখন সবাই এলাকা ছেড়ে পালিয়েছিল, তিনি ১৭০ টা বিড়ালকে ছেড়ে পালাতে পারেননি৷ সেই সবাই তাকে আলেপ্পোর ‘ক্যাটম্যান’ বলে চেনে৷ এই ক্যাটম্যানের অনেক ভক্তও জুটেছে৷
সিরিয়ার যুদ্ধে অন্তত সাড়ে তিন লক্ষ ৩ মানুষের মৃত্যু হয়েছে৷ বহু মানুষ গৃহহারা৷ একই অবস্থা গৃহপালিত বিভিন্ন প্রানীর৷ এদের জন্যই জালিল তার সেবাকেন্দ্রটি খুলেছেন৷ প্রথমে তিনি একটি অস্থায়ী সেবাকেন্দ্র চালাতেন৷ পরে বন্ধুরা এবং সোশ্যাল মিডিয়ার অনেক শুভানুধ্যায়ী মিলে টাকা জোগাড় করে এই ‘ক্যাট স্যাংচুয়ারি’ গঠন করেছেন৷
সিরিয়ায় যুদ্ধের যা অবস্থা, তাতে এখনও জীবনযাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে৷ জালিলের চিকিৎসাকেন্দ্রের দেয়ালে রয়েছে গুলির চিহ্ন৷ এখানে যুদ্ধে পীড়িত পশুদের সেবা করেন পশু চিকিৎসক মহম্মদ ইউসুফ৷
তিনি জানালেন, “যেভাবে যুদ্ধে মানুষের ক্ষতি হয়, একইরকম পশুদেরও ক্ষতি হয়৷ আমরা একটা লাগাতার যুদ্ধ লেগে থাকা এলাকায় থাকি৷ তাই আমাদের সব ওষুধ বা ভ্যাকসিন নেই৷ ফলে সব পশুই এখানে চিকিৎসা পাচ্ছে না৷”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন