রসায়ন প্রথমপত্র প্রশ্নফাঁস, শিক্ষকসহ আটক ১৩
নাটোরে এসএসসি পরীক্ষায় রসায়ন প্রথমপত্র প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষকসহ ১৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার সকালে লালপুরের চাঁদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১০ পরীক্ষার্থী, একজন শিক্ষিকা ও স্থানীয় দুজন রয়েছেন।
তারা হলেন- কলসনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস রুনা (৩২), তার স্বামী সোহেল রানা ও হাসান আলী।
আটককৃত ছাত্রীরা হলেন- কলসনগর উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী তাহমিনা খাতুন, আছিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, নূরে জান্নাত, সুমি খাতুন, রত্না খাতুন, নাসরিন জাহান নিপা, জিসান কাজী নিবিড় ও হাজিরহাট উচ্চবিদ্যালয়ের মাসুমা খাতুন, সৈকত সরকার।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের মেজর শিবলী মোস্তফা বলেন, মোবাইল ফোনে প্রশ্নপত্র ডাউনলোড করার খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালান। ঘটনাস্থলে গিয়ে কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোন জব্দ করা হয়।
মোবাইল ফোনে থাকা প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন