রাঙামাটিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাঙামাটিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙ্গামাটি জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

সেমিনারে জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অমিয় কান্তি খীসা সহ জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, পুষ্টি নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। আমাদের পুষ্টির সমস্যার মূল কারণই হচ্ছে অনিরাপদ খাদ্য। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

সেমিনারে বাজার তদারকি এবং যারা অনিরাপদ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য বিক্রি করেন তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়।