রাঙ্গামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান
করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় রাস্তা-ঘাট, অফিস-আদালত, হাট-বাজার সর্বত্র স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় রবিবার (৩ জানুয়ারী) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও পুরাতন বাসস্টেশন এলাকায় মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাস্ক না পড়ায় ৫জনকে ৫শত টাকা জরিমানা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একজনকে ৫০০ টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ হোটেল ও রেস্তেরা আইনে ৩হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মাস্ক না থাকায় কয়েকজন গরীব ও অসচ্ছ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা, সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং মাস্ক পড়তে সবাইকে উধবুদ্ধ করতে প্রশাসনের এধরণের তৎপরতা অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন