রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবারে (২১ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির শহরের বিজন স্মরণি উত্তর কালিন্দিপুরে রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প এর উদ্বোধন করেন অব. লে. কর্নেল কীর্তি রঞ্জন চাকমা।

এছাড়া রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালে চিকিৎসা সেবা ক্যাম্পে থাকছে মাসব্যাপী সকল পরীক্ষায় ৩০% ছাড়।

ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের চেয়ারম্যান ডাঃ বিজন চন্দ্র তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমরান হোসাইন, ডি এম ডি মাহবুব ইলাহী, এছাড়া ফিনেন্স ডিরেক্টর নমজ্যোতি চাকমা, আমিনুল করিম, ডিরেক্টর জামশেদুল আজম সহ অন্যান্য ফিন্যান্স ডিরেক্টর ও ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালে চিকিৎসা সেবা প্রদান করবেন:- ডাঃ অর্পন দাশ (মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ), ডাঃ মোঃ আবু ফয়সাল (হৃদরোগ, মেডিসিন, বাতজ্বর, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ), ডাঃ বিজন চন্দ্র তালুকদার (মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ),ডাঃ পম্পী চাকমা (শিশু রোগ বিশেষজ্ঞ),ডাঃ পুনম দে (প্রসূতি, শিশু ও স্ত্রীরোগ চিকিৎসক),ডাঃ পূর্ণা চাকমা (ওরাল এন্ড ডেন্টাল সার্জন)।