রাজধানীতে নিম্নমানের সস উৎপাদন প্রতিষ্ঠান সিলগালা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ না নিয়ে নিম্নমানের সস উৎপাদন করা একটি প্রতিষ্ঠানের বিভিন্ন সামগ্রী জব্দ ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সোমবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।

অভিযানে বিএসটিআই আইন ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সস পণ্যের অনুকূলে বিএসটিআইর সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ফারজানা ফুড প্রোডাক্টস নামের ওই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ টাকার অবৈধ মালামাল ধ্বংস ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

অন্যদিকে ওই অভিযানে লালবাগ বেড়ীবাঁধ এলাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে মদিনা ট্রেডিং করপোরেশন (প্রা) লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইর কর্মকর্তা মো. ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মো. ইনজামামুল হক, পরিদর্ক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।