রাজধানীতে বাসচাপায় বিজিবি সদস্য নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/aeroplane-sculpture-20180106095046.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণির মোড়ে বাসচাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রুপন (৪৫)।
তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে বিজয় সরণির মোড়ে সড়ক দুর্ঘটনায় ওই বিজিবি সদস্য আহত হয়। পরে খবর পেয়ে ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমিনুল ইসলাম জানান, মিরপুর থেকে ফার্মগেটগামী একটি বাস রুপনকে বিজয় সরণির মোড়ে চাপা দেয়। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন