রাজধানীতে রিজভীর কালো পতাকা মিছিল
আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিল হয়েছে।
বিএনপির সহ দফতর সম্পাদক মো. মনির হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কল্যাণপুর ও শ্যামলীতে এ মিছিল বের করা হয়।
তিনি জানান, মিছিলে অংশ নেন, স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত ১০ অক্টোবর দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
একইসঙ্গে বিচারক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লূৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে। আর বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন